চোপড়া: দোতলার ঘরের দেওয়ালের বাইরের অংশ প্লাস্টার করার ঘটনাকে কেন্দ্র করে বিবাদে জড়াল দুই প্রতিবেশী। ঘটনায় উভয় পরিবারের ৩জন জখম হয়েছেন। জখমদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। পরে একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার ঘটনাটি ঘটে সদর চোপড়া এলাকায়। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে, এদিনের ঘটনায় ৪জনকে আটক করে পুলিশ। দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে ঘটনার তদন্ত।
স্থানীয় সূত্রে খবর, মিলি মালাকারের বাড়ির দোতলার ঘরের বাইরের অংশ প্লাস্টার করা নিয়ে অশান্তি শুরু হয় প্রতিবেশী প্রকাশ সাহানির সঙ্গে। অভিযোগ, বিগত কয়েক বছর যাবৎ এনিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি চলছে। সমস্যা সমাধানে একাধিকবার সালিশি সভা ডাকা হলেও আখেরে কোনও লাভ হয়নি। এদিন ফের বিবাদ শুরু হয়। ঘটনার প্রেক্ষিতে উভয় পরিবারের তরফেও অভিযোগ জানানো হয় পুলিশ। তবে, প্রাথমিকভাবে পুলিশের তরফে প্রকাশ সাহানি সহ তাঁর পরিবারের চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।