পারডুবি: মাথাভাঙ্গা (Mathabhanga) ২ ব্লকের পারডুবি বাজারের এক মিষ্টির দোকান থেকে তিনটি ঘরচিতি প্রজাতির সাপ উদ্ধার হল মঙ্গলবার। এদিন স্থানীয় মিষ্টি ব্যবসায়ী হারাধন সরকারের মিষ্টির দোকানে সাপটিকে দেখতে পান দোকানে থাকা লোকজন। খবর পেয়ে সেখানে এসে সাপ তিনটি উদ্ধার করেন স্থানীয় সর্পপ্রেমী তথা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কার্তিক রায়। কার্তিকবাবু জানান, উদ্ধার করা সাপ তিনটি ঘরচিতি প্রজাতির। সাপগুলিকে বন দপ্তরের নির্দেশে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: Agnipath Project | অগ্নিপথ প্রকল্প বাতিলের দাবিতে দিনহাটায় মিছিল