শ্রীনগর, ৩০ জুনঃ ফের সীমান্তে এনকাউন্টারে খতম তিন সন্ত্রাসবাদী। শুক্রবার, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সন্ত্রাসবাদীদের গুলির লড়াই চলে। ভারতীয় নিরাপত্তারক্ষীদের এনকাউন্টারে তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানিয়েছেন ডিজিপি এসপি বেদ।
গোপন সূত্রে খবর পেয়ে থুম্মা জেলায় নিরাপত্তারক্ষীরা এলাকা ঘিরে ফেলে ও তল্লাশি অভিযান চালায়। জানা গিয়েছে, ওই সন্ত্রাসবাদীরা একটি বাড়ির ভিতর লুকিয়ে ছিল। সেই বাড়ি লক্ষ্য করে নিরাপত্তারক্ষীরা গুলিবর্ষণ শুরু করে। এনকাউন্টারে দুজন মারা যায়। গুরুতর জখম অবস্থায় অপর একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
- Advertisement -