রায়গঞ্জঃ রায়গঞ্জের রবীন্দ্রভবনের প্রেক্ষাগৃহ সংস্কারের জন্য বরাদ্দ হল প্রায় ৩০ লক্ষ টাকা। আগামী এক সপ্তাহের মধ্যেই শুরু হবে সংস্কারের কাজ। কাজ শুরু হওয়ার আগে রবীন্দ্রভবনের বেহাল অবস্থা পরিদর্শন করেন রায়গঞ্জের (Raiganj) মহকুমাশাসক, ও সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।
মাত্র ৭ বছর আগে নির্মিত হয়েছিল রায়গঞ্জের রবীন্দ্রভবনের প্রেক্ষাগৃহ। এই প্রেক্ষাগৃহ বর্তমানে অচলাবস্থা। সেকারণে এক বছর হল ভাড়া দেওয়া বন্ধ হচ্ছে না। ভবনের বিভিন্ন অংশে ফাটল যেমন দেখা দিয়েছে, ভিতরে কাঠের আসবাবপত্রে ঘুন ধরেছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে কোথাও কোথাও। ভবনের ভেতরে মঞ্চের শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলি বিকল হয়ে পড়ায় বড়সড় অনুষ্ঠানের জন্য ভাড়াও মিলছে না বলে অভিযোগ। এদিন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি বলেন, রবীন্দ্র ভবনটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে থাকায় আমরা কাউকে ভাড়া দিতে পারছিলাম না। ভবনের সংস্কারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে ফান্ড চাওয়া হয়েছিল। দপ্তর ২৯ লক্ষ ৯৯ হাজার ৯১৮ টাকা বরাদ্দ করেছে। জেলা পরিষদকে সেই টাকা দেওয়া হয়েছে, তারা এই কাজ করবে। টেন্ডার প্রক্রিয়া শেষ। আগামী দুই মাসের মধ্যে রবীন্দ্রভবনকে সাজিয়ে তোলার কাজ শুরু হবে।
উল্লেখ্য, ২০০১ সালে ৬০ লক্ষ টাকা বরাদ্দে রায়গঞ্জ রেল স্টেশন সংলগ্ন নেতাজীপল্লী এলাকায় রবীন্দ্রভবন নির্মাণের কাজ শুরু হয়। এরপর অর্থাভাবে কাজ বন্ধ হয়ে যায়। ২০০৬ সালে তৎকালীন দুই প্রয়াত সাংসদ সুব্রত মুখোপাধ্যায় এবং প্রিয় রঞ্জন দাসমুন্সী সাংসদ তহবিলের ৫০ লক্ষ টাকা এবং সিপিএমের রাজ্য সভার এক সাংসদ ১০ লক্ষ টাকা বরাদ্দ করলে ২০০৮ সালে আবার কাজ শুরু হয়। বিভিন্ন সরকারি তহবিল মিলিয়ে প্রায় দেড় কোটি টাকা খরচ করে হলঘর, মঞ্চ ও সীমানা প্রাচীরের কাজ শেষ হয়। অবশেষে ২০১৫ সালে রায়গঞ্জবাসীর বহু আকাঙ্খিত রবীন্দ্র ভবন উদ্বোধন হয়।
আরও পড়ুন: Raiganj | সমতার ওপর বই প্রকাশ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে