ওয়েব ডেস্ক: বজ্রপাতে মৃত্যু হল ৩১ জনের। বৃহস্পতিবার সন্ধ্যায় বিহার ও উত্তরপ্রদেশের ঘটনা। সূত্রের খবর, বিহারে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৬ জনের। এই নিয়ে বজ্রপাতে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বিহারে। বিহারের পড়শি রাজ্য উত্তরপ্রদেশেও বাজ পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন।
সূত্রের খবর, পাটনা, সমস্তিপুর, পূর্ব চম্পারণ, পশ্চিম চম্পারণ, সেওহার, কাটিহার, মাধেপুর এবং পূর্ণিয়া বিহারের এই আট জেলার মধ্যে সবচেয়ে বেশি লোক মারা গিয়েছেন সমস্তিপুরে। সেখানে বজ্রাঘাতে মৃতের সংখ্যা সাত। এছাড়া পাটনায় ছ’জন, পূর্ব চম্পারণে চারজন, কাটিহার জেলায় তিনজন, সেওহার এবং মাধেপুর জেলায় দু’জন করে মোট চারজন, আর পশ্চিম চম্পারণ এবং পূর্ণিয়া জেলায় একজন করে মোট দু’জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে।
অন্যদিকে, উত্তরপ্রদেশের বালিয়া জেলাতেই মৃত্যু হয়েছে পাঁচজনের। তাঁদের মধ্যে রয়েছেন ৭০ বছরের অবসরপ্রাপ্ত সেনা বাবুলাল সিং। পুলিশ জানিয়েছে, নির্মল ভার্মা নামের বছর ৪৩-এর আর এক ব্যাক্তি চাষের জমিতে কাজ করার সময় বাজ পড়ে মারা গিয়েছেন। তিনি দোকাতি এলাকার বাবু কা শিবপুর গ্রামের বাসিন্দা।
আবহওয়া দপ্তর সূত্রে খবর, রাজস্থান থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এর প্রভাবে দখিনা বাতাসে ভর করে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। যার জেরে উত্তর ভারতের রাজ্যগুলোতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে।