মুম্বই: গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত ৩৪৬ জন পুলিশকর্মী। মৃত্যু হয়েছে ৫ জনের।
মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত সেখানে পুলিশকর্মীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯,৩৮৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫,৫২১ জন। মৃত্যু হয়েছে ১৯৪ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩,৬৭০ জন।
311 police personnel of Maharashtra Police tested positive for #COVID19 & 5 died in the last 24 hours, taking the total number of infections in the force to 19,385 including 3,670 active cases, 15,521 recovered cases and 194 deaths: Maharasthra Police pic.twitter.com/6N0d61NeOR
— ANI (@ANI) September 14, 2020
প্রসঙ্গত, করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার ওপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এখনও পর্যন্ত ১০,৬০,৩০৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৭,৪০,০৬১ জন। মৃত্যু হয়েছে ২৯,৫৩১ জনের। অর্থাৎ, সেখানে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২,৯০,৭১৬।
এদিকে দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮,৪৬,৪২৭। তার মধ্যে সুস্থ হয়েছেন ৩৭,৮০,১০৭ জন। মৃত্যু হয়েছে ৭৯,৭২২ জনের। অর্থাৎ, দেশে এখনও পর্যন্ত করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ৯,৮৬,৫৯৮।