চালসা: পঞ্চায়েত ভোট ঘোষণা না হলেও সংগঠনকে মজবুত করতে ময়দানে নেমে পড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।মঙ্গলবার রাতে মেটেলি ব্লকের(Metali Block) দক্ষিণ ধূপঝোরা মুচিপাড়া এলাকায় এক যোগদান সভা করা হয়। সেখানে তৃণমূল ছেড়ে ২৫টি পরিবার বিজেপিতে যোগদান করে বলে বিজেপি নেতৃত্ব দাবি করেছেন। বড়দিঘি চা বাগানেও যোগদান সভা হয়েছে।সেখানে ১০টি পরিবার বিজেপির ঝান্ডা হাতে তুলে নেয় বলে দাবি দলীয় নেতাদের। উপস্থিত ছিলেন নাগরাকাটার প্রাক্তন বিধায়ক শুক্রা মুন্ডা, বিজেপির মেটেলি সমতল মণ্ডল সভাপতি মজনুল হক, মাইনোরিটি মোর্চার সমতল মণ্ডল সভাপতি লতিফুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনঃ বাড়ির অদূরে উদ্ধার দম্পতির রক্তাক্ত দেহ! মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা