বোল্লা: বোল্লার রক্ষাকালী পুজোর(Bolla Kali Puja) মহিমা সবাই জানেন। এই রক্ষাকালীর পুজোর একটা বড় গুরুত্বপূর্ণ অংশ হল মানতকালীর পুজো। বোল্লার মূল রক্ষাকালীর পাশাপাশি মন্দির চত্ত্বরের দু-দিকে অসংখ্য মানত কালীর পুজো হয়। কোনো মানসিক করে সফল হলে মানতকালী দান করেন ভক্তরা। এবার সাড়ে তিন হাজার মানতকালীর পুজো হয়েছে এলাকায়।
বোল্লার রক্ষাকালীর পুজোর পাশাপাশি এই মানতকালীরও রীতিমতো নিষ্ঠা সহকারে নিয়ম মেনে পুজো করা হয়। এবার মন্দিরের পশ্চিমদিকে অতিরিক্ত জায়গা নির্দিষ্ট করতে হয়েছে মানতকালীকে ঠাঁই দিতে।
ছোটো থেকে বড় এমন অসংখ্য মানতকালী দেখতে ভিড় করেন ভক্তরাও। সোমবার বোল্লার রক্ষাকালীর সঙ্গে বিসর্জন দেওয়া হবে এই মানতকালীরও।
আরও পড়ুনঃ ভাঙল রেকর্ড, বোল্লায় পুজো উপলক্ষ্যে তুঙ্গে বিক্রি গঙ্গারামপুরের দইয়ের