কলকাতাঃ সেন্ট্রাল মেডিকেল স্টোরের এক কর্তা ও তিন নার্স সহ চারজনের শরীরে ধরা পড়ল করোনার জীবাণু। শনিবার কলকাতায় সেন্ট্রাল মেডিকেল স্টোরের এক স্বাস্থ্য আধিকারিকের লালারসে করোনার সংক্রমণ ধরা পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। সেই সঙ্গে ওই আধিকারিকের সংস্পর্শে আসা ৪৬ জনকে চিহ্নিতকরণের কাজ সেরে ফেলেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আর সেই ৪৬ জনের মধ্যে ১৭ জনের লালারসের নমুনা ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে খবর।
অপরদিকে, এম আর বাঙ্গুর হাসপাতাল, হাওড়া সদর হাসপাতাল ও দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালের একজন করে মোট তিনজন নার্সের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে। তাঁদেরও বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে। সেই সঙ্গে ওই তিন নার্সের সংস্পর্শে কোন কোন রোগী, স্বাস্থ্যকর্মী, চিকিৎসকেরা এসেছেন তারও চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।
দেশে দিন দিন বেড়ে চলছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৯৯১ জনের করোনা সংক্রমণের খবর মিলেছে। ফলে সারা দেশে এখন আক্রান্তের সংখ্যা এখন বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৩৮ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৮০। এর মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই মারা গিয়েছেন ২০১ জন। গোটা দেশের নিরিখে আক্রন্তের সংখ্যা ও মৃত্যু, দুটি ক্ষেত্রেই শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩২৩ জন। এর পরেই রয়েছে দিল্লি। সেখানে আক্রান্ত এক হাজার ৭০৭ জন। এছাড়াও হাজারের বেশি আক্রান্ত হয়েছেন তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাতে। তেলঙ্গনায় আক্রান্ত ৭৬৬ জন ও অন্ধ্রপ্রদেশে আক্রান্ত ৫৭২ জন।
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ২৮৭ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩২ জন বেড়েছে। অবশ্য এই তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। তবে নবান্ন জানিয়েছে, এ রাজ্যে করোনা আক্রান্ত মোট ১৬২ জন। মৃত্যু হয়েছে ১০ জনের।