তনয় মিশ্র, মোথাবাড়িঃ প্রচুর পরিমাণে নিষিদ্ধ ট্যাবলেট ও কাফ সিরাপ সহ ৪ জনকে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ। একটি গাড়িও আটক করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হল কালিয়াচকের বালিয়াডাঙ্গা এলাকার সাবিব শেখ (২৮), মোথাবাড়ি সাদিপুর গ্রামের আশরাফ আলি খান (২২) ও আলম খান (৩২) ও গঙ্গাপ্রসাদের আমলিতলা এলাকার নবিরুল শেখ (২৭)। ওই ৪ যুবক গাড়িতে মেডিকেল সাপ্লায়ারের স্টিকার লাগিয়ে নিষিদ্ধ ট্যাবলেট ও কাফ সিরাপ বিক্রির চক্র চালাচ্ছিল রমরমিয়ে। শুক্রবার আমলিতলা স্ট্যান্ডে তাদের হাতেনাতে ধরে মোথাবাড়ি থানার পুলিশ।
মোথাবাড়ি থানার ওসি বিতুল পাল জানিয়েছেন, ওই ৪ যুবক একটি গাড়িতে করে মালদা শহর থেকে আমলিতলা দিয়ে মোথাবাড়ির দিকে যাচ্ছিল। গাড়িতে মেডিকেল সাপ্লায়ারের স্টিকার লাগানো ছিল। আমলিতলা স্ট্যান্ডে গাড়িটিকে আটক করা হয়। কিন্তু তারা কোনও বৈধ কাগজ দেখা পারেনি। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে ৭৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩ হাজার নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার হয়। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।