উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চার কংগ্রেস সাংসদের সাসপেনশন প্রত্যাহার করল লোকসভার স্পিকার। এরপরই অচলাবস্থা কাটিয়ে সোমবার থেকে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা শুরু হল অধিবেশনে। সেখানে যোগ দিতে পারবে ওই কংগ্রেস সাংসদরা।
প্রসঙ্গত, বিশৃঙ্খলার অভিযোগে লোকসভা থেকে গোটা বাদল অধিবেশনের জন্য বহিষ্কার করা হয় কংগ্রেসের চার সাংসদ মানিকম ঠাকুর, রাম্য হরিদাস, জোথিমনি এবং টিএন প্রথাপন। প্ল্যাকার্ড এবং পোস্টার নিয়ে প্রতিবাদ ও স্লোগান দেওয়ার জন্য ওই চার কংগ্রেস সাংসদকে বহিষ্কার করা হয়েছে বলে সংসদ সূত্রের খবর। যদিও এদিন সাংসদদের সাসপেনশন প্রত্যাহারের আগে তারা আর প্ল্যাকার্ড নিয়ে যাতে অধিবেশনে বিক্ষোভ না দেখান তা নিশ্চিত করেন স্পিকার। যদিও সরকারের এহেন পদক্ষেপে প্রশ্ন উঠেছে। শুধু বিরোধী সাংসদরাই নয়। এদিন নিষেধাজ্ঞা উড়িয়ে বিজেপির সাংসদরাও গান্ধি মূর্তির পাদদেশে প্রতিবাদ, বিক্ষোভ দেখিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে ধরেছেন তাঁরা। অথচ বিজেপি সাংসদদের ক্ষেত্রে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিরোধী শিবিরের।