মোগাদিশু: জঙ্গি হামলায় রক্তাক্ত সোমালিয়ার (Somalia) রাজধানী মোগাদিশু। রবিবার রাতে সেখানকার একটি হোটেলে হামলা চালায় জঙ্গিরা। পরপর বিস্ফোরণ ও গুলির শব্দে কেঁপে ওঠে এলাকা। জানা গিয়েছে, হোটেলটির দখল নিয়েছে জঙ্গিরা। এখনও পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলছে। জখম হয়েছেন অনেকে। হামলার দায় স্বীকার করেছে পশ্চিম আফ্রিকায় আল কায়দার হয়ে কাজ করা কুখ্যাত জঙ্গি সংগঠন আল শাবাব। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গতকাল মোগাদিশুর অদূরে অবস্থিত একটি অভিজাত হোটেলে হামলা চালায় জঙ্গিরা। ইতিমধ্যে সেখান থেকে কয়েকজন মন্ত্রীকে উদ্ধার করা হয়েছে। মহামেদ আহমেদ নামে এক মন্ত্রী জখম হন। সম্প্রতি, সোমালিয়ায় মার্কিন বিমান হানায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হয়। সেই আক্রমণের বদলা নিতেই মোগাদিশুর হোটেলে জঙ্গি সংগঠনটি হামলা চালিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।
প্রসঙ্গত, সোমালিয়ার এই জঙ্গি হামলা মনে করিয়ে দেয় ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার সেই ভয়ংকর স্মৃতি। করাচি থেকে জলপথে মুম্বইয়ে পা রেখেছিল আজমল কাসভ সহ ১০ লস্কর জঙ্গি। প্রথমে ছত্রপতি শিবাজি টার্মিনাস রেল স্টেশনে হামলা চালায় তারা। এরপর এক এক করে কামা হাসপাতাল, লিওপল্ড ক্যাফে, তাজ হোটেল, ওবেরয় ট্রাইডেন্ট, নরিম্যান হাউসে হামলা চলে। সন্ত্রাসী হামলায় বহু মানুষ প্রাণ হারান।