চণ্ডীগড়: হরিয়ানায় খনি অঞ্চলে ভূমিধসে মৃত্যু হয়েছে কমপক্ষে চারজনের। ভূমিধসে আরও অনেকে আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। সেখানে উদ্ধারকাজ চলছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয় প্রশাসনের।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে ঘটনাটি ঘটেছে। খনি অঞ্চলে পাহাড়ের একটি বড় অংশে ফাটলের জেরে ভূমিধস নামে। যদিও ভূমিধসের সঠিক কারণ এখনও জানা যায়নি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোন হরিয়ানার কৃষিমন্ত্রী জেপি দালাল।
প্রসঙ্গত, দূষণের জেরে ওই অঞ্চলে কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইবিউনাল। বৃহস্পতিবার সেই নিষেধাজ্ঞা উঠতেই শুক্রবার থেকে ফের কাজ শুরু হয় দাদাম খনি এলাকা এবং খানক পাহাড়িতে। কাজ শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই দুর্ঘটনা ঘটে।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial