শুভঙ্কর চক্রবর্তী, শিলিগুড়ি : শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য প্রথমবার এমিরেটাস প্রফেসর নিয়োগ করছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক ছিল। সেখানেই এমিরেটাস অধ্যাপক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত চড়ান্ত হয়েছে। প্রথম পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন চার বিশিষ্ট অধ্যাপককে এমিরেটাস অধ্যাপক হিসাবে নিযুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। তাঁরা হলেন দর্শনের রঘুনাথ ঘোষ, ইতিহাসের আনন্দগোপাল ঘোষ, প্রাণীবিদ্যার আনন্দ মুখোপাধ্যায় এবং হিমালয়ান স্টাডিজ-এর বাণীপ্রসন্ন মিশ্র। বিভাগীয় উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ দেবেন ওই প্রাক্তন অধ্যাপকরা।
বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজ আরও সমৃদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সিদ্ধান্ত মেনে এদিন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও কেমিস্ট্রির অধ্যাপক প্রণব ঘোষকে রিসার্চ ডিরেক্টর হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কর্মসমিতি। দীর্ঘদিন ধরেই বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষা বিভাগের স্টাডি সেন্টারগুলি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, চারটি কলেজে দূরশিক্ষার স্টাডি সেন্টার ছিল। বন্ধ সেন্টারগুলি ফের খোলা হচ্ছে বলেই জানিয়েছেন উপাচার্য ওমপ্রকাশ মিশ্র।
বিশ্ববিদ্যালয়ে গবেষকরা যাতে আরও বেশি করে কর্মশালা করতে পারেন এবং গবেষণার প্রযোজনে বাইরে যেতে পারেন তার জন্য বিশ্ববিদ্যালয় নিজস্ব তহবিল থেকে বাজেট বরাদ্দ করেছে। এবারই প্রথম ওই ধরনের বাজেট বরাদ্দ করা হল বলেই জানিয়েছেন উপাচার্য। তিনি জানান, প্রাথমিকভাবে ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। ক্যাম্পাসের ভেতরে কর্মশালার জন্য ১০ লক্ষ এবং বাইরে গিয়ে কাজ করার জন্য ২০ লক্ষ টাকা বিভিন্ন বিভাগের গবেষকদের দেওয়া হবে।
সুপারভাইজারের সমস্যার কারণে বহু শিক্ষক পিএইচডি করতে পারেন না। ফলে বিশ্ববিদ্যালয়ের মূল্যায়নে তার প্রভাব পড়ে। এবার থেকে সুপারভাইজার ছাড়াই পিএইচডি করতে পারবেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা। ওমপ্রকাশ জানান, যে সমস্ত শিক্ষকের ন্যূনতম পাঁচ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে তাঁরা অন্য আরও বেশ কয়েটি শর্ত পূরণ করলেই সেই সুযোগ পাবেন। এদিন কর্মসমিতির বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে আর ছুটি মিলবে না পড়ুয়া বা শিক্ষকদের। শুক্রবার কর্মসমিতি সেই মর্মেই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পুজো ও গরমের ছুটিও কমিয়ে এনে নতুন শিক্ষা ক্যালেন্ডার প্রকাশের ব্যাপারেই একমত হয়েছেন কর্মসমিতির সদস্যরা। বিশ্ববিদ্যালয়ে কমিউনিটি রেডিও চালুর বিষয়ে পদক্ষেপ করছেন তাঁরা। সবমিলিয়ে এদিনের কর্মসমিতির বৈঠকে গুরুত্বপূর্ণ একগুচ্ছ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আরও পড়ুনঃ একে একে ৯ জনের পেটে ছুরি, আততায়ীকে ধরেবেঁধে পুলিশের হাতে তুলে দিল জনতা