জয়গাঁ: স্কুটার-অটোতে বেপরোয়া গতির কনটেনারের ধাক্কায় গুরুতর জখম হলেন ৪ জন। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ জয়গাঁর দলসিংপাড়া এলাকায় এশিয়ান হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়গাঁ থেকে হাসিমারার দিকে যাওয়া একটি কনটেনার দলসিংপাড়া চৌপথি এলাকায় প্রথমে একটি স্কুটারে ধাক্কা মারে। স্কুটারে থাকা এক পুরুষ ও মহিলা গুরুতর জখম হন। এরপর কনটেনারটি এক কিলোমিটার দূরে দলসিংপাড়া স্টেশন লাইন এলাকায় একটি অটোতে ধাক্কা মারে। এতে অটো দু-টুকরো হয়ে যায়। অটোর চালক ও সেটিতে বসে থাকা স্টেশন লাইনের এক যুবতী গুরুতর জখম হয়েছেন। স্থানীয়রা জখমদের উদ্ধার করেন। চারজনের মধ্যে দুজনকে হাসিমারা বায়ুসেনা হাসপাতাল এবং বাকি দুজনকে লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসিমারা ১০ নম্বর এলাকায় কনটেনারটিকে আটক করে জয়গাঁ থানার পুলিশ। পঞ্চায়েত সমিতির স্থানীয় সদস্য খুনু প্রসাদ কনটেনার চালকের শাস্তির দাবি জানিয়েছেন।
আরও পড়ুন : অসময়ে ভাঙনে অশনিসংকেত ফালাকাটা ব্লকে