যোধপুর: বিয়ের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। ঝলসে মৃত্যু হল চারজনের। জখম অন্তত ৬০ জন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের(Rajasthan) যোধপুরে। গ্যাস লিক করেই বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার যোধপুর থেকে ৬০ কিলোমিটার দূরে ভুঙ্গরা গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। রাতে প্রীতিভোজের জন্য বিকেল থেকেই রান্না হচ্ছিল। আচমকাই গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। সঙ্গে সঙ্গে প্যান্ডেলে আগুন ধরে যায়। লাগোয়া বাড়িটিও ব্য়াপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। মহিলা ও শিশু সহ অন্তত ৬০ জন জখম হয়েছেন। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। জখমদের হাসপাতালে চিকিৎসা চলছে। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। শুক্রবার বিকেলে জখমদের দেখতে হাসপাতালে যেতে পারেন তিনি।
আরও পড়ুনঃ Shantanu Sen | রেলেও চালু হোক ‘ইজ্জত’ মান্থলি, দাবি শান্তনুর