শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে এনকাউন্টারে খতম ৪ লস্কর-ই-তৈবা জঙ্গি। নিকেশ ৪ জঙ্গিদের মধ্যে অভিনেত্রী আমরিন ভাট হত্যাকাণ্ডে জড়িত দুই জঙ্গিও রয়েছে। কাশ্মীর পুলিশ জানিয়েছে, পুলওয়ামা ও শ্রীনগরে দুটি এনকাউন্টার হয়। সেখানে ৪ জঙ্গি খতম হয়।
#SrinagarEncounterUpdate: The two killed #terrorists of LeT have been identified as Shakir Ahmed Waza & Afreen Aftab Malik, both residents of Trenz #Shopian & 'C' categorised. #Incriminating materials including arms & ammunition recovered. Further details shall follow. https://t.co/8QcGhyTfE7
— Kashmir Zone Police (@KashmirPolice) May 27, 2022
প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় অভিনেত্রীর বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কাশ্মীরে লাগাতার ধরপাকড়ে বড় সাফল্য নিরাপত্তারক্ষীদের। ৩ দিনে এনকাউন্টারে নিকেশ হয়েছে ১০ জঙ্গি।
আরও পড়ুন: পুরীর রথযাত্রায় এবার ভক্তদের ভিড়, অতিমারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল