শ্রীনগর: ফের উত্তপ্ত হয়ে উঠল ভূস্বর্গ। জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে, বুধবার অনন্তনাগে সেনার সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে চার জঙ্গি।
গোপন সূত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এদিন সকালে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার শ্রীগুফওয়াড়ার শালগুল ফরেস্ট এলাকায় অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ ও জম্মু-কাশ্মীর পুলিশের যৌথ দল সেখানে পৌঁছোলে তাঁদের উপস্থিতির কথা জানতে পেরে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। গুলির লড়াইয়ে চার জঙ্গি খতম হয়। তবে তারা কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে দুই থেকে তিন জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি শ্রীনগরের বারজুলায় জঙ্গি হামলায় দুই পুলিশকর্মী নিহত হন। ওই একই দিনে শোপিয়ানের বুদগামে তিন জঙ্গিকে খতম করে নিরাপত্তাবাহিনী। পাশাপাশি বুদগাম জেলায় অপর একটি এনকাউন্টারে এক পুলিশকর্মী প্রাণ হারান এবং একজন আহত হন।