লখনউ: চিন থেকে আমদানি হওয়া করোনার কোপে পড়ল গো-বলয় রাজ্য উত্তর প্রদেশ৷ লখনউ শহরে চার ব্যক্তির শরীরে নোভেল করোনা ভাইরাস পাওয়ার সত্যতা স্বীকার করা হল সরকারিভাবে৷ এখনও পর্যন্ত এই রাজ্যে মোট ২৩জনের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা শুক্রবার সরকারিভাবে ঘোষণা করা হল৷
রাজ্য সরকারের স্বাস্থ্য দফতর এদিন জানিয়েছে, নতুন করে লখনউ শহরে চারজনের শরীরে নোভেল করোনা আক্রান্ত হয়েছে৷ তাদের শরীরে COVID-19 পেয়েছে কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি হাসপাতাল৷
এই ঘটনার পর উত্তর প্রদেশে মোট ২৩জন করোনা আক্রান্ত হওয়ার কথা সরকারিভাবে জানানো হয়েছে৷ তার মধ্য আগ্রা এবং লখনউয়ে আট জন করে, নয়দায় চারজন, গাজিয়াবাদে দু’জন এবং লাখিমপুর খেরিতে একজন রয়েছে৷ তারা সবাই এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন৷
এদিকে দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়ে চলেছে। তার সঙ্গে বাড়ছে নানা বিধিনিষেধ। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা অবলম্বন করছে সরকার। ভিড় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান। বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বাড়ি থেকে কাজ করার কথাও বলা হচ্ছে। পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা। করোনা ভাইরাসের থাবা পড়েছে ভারতের অর্থনীতির ওপরেও।
গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২লক্ষ ৪০হাজারেরও বেশি ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৯হাজার ৮০০। করোনায় এখনও পর্যন্ত সবথেকে বেশি ক্ষতি হয়েছে ইতালিতে। সেখানে মৃতের সংখ্যা ৩২৪৮।