গ্যাংটক: অস্ত্র আইনে সিকিমে গ্রেপ্তার হল শিলিগুড়ি (Siliguri) ও সংলগ্ন এলাকার চার যুবক। ধৃত চার যুবক ছাড়াও এক গাড়ি চালককে আটক করে বুধবার গ্যাংটকের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়েছে বলে পূর্ব সিকিমের রংলী থানা সূত্রে জানানো হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সিকিম পুলিশের তরফে দাবি করা হয়েছে যে, সিকিম বিধানসভার বিরোধী দল সিকিম ডেমোক্রেটিক ফ্রন্টের তরফে পূর্ব সিকিমে পুলিশের অনুমতি ছাড়াই একটি কার র্যালির আয়োজন করা হয়েছিল গত মঙ্গলবার। শিলিগুড়ির চম্পাসারি, প্রধাননগর, এবং হায়দারপাড়া ও ২ নম্বর ডাবগ্রাম এলাকার বাসিন্দা চার যুবক সিকিম নম্বরের একটি গাড়িতে চেপে ওই কার র্যালিতে অংশগ্রহণ করেছিল। ওই যুবকদের গাড়িটি আটক করে তল্লাশি চালাতেই ধারাল অস্ত্র উদ্ধার করা হয়। কী কারণে যুবকেরা এই ধারাল অস্ত্র সঙ্গে রেখেছিলো তার কোনও সদুত্তর তারা দিতে পারেনি।
সিকিম পুলিশের আশঙ্কা, বহিরাগতদের এনে সিকিমজুড়ে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যেই বিরোধী দল এসডিএফের তরফে এই চেষ্টা করা হয়েছিল। পুলিশের সময়োচিত পদক্ষেপে আপাতত তা বানচাল করা গিয়েছে। ধৃতদের নাম বাবলু দাস (২৬), অভিজিৎ সাহা (২৫), কৃষ্ণ রায়(২২), দেবজ্যোতি (২৩)। গাড়িচালক স্মাইল গুরুঙকে (২৪) আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে বুধবার গ্যাংটকের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে ধৃতদের পুলিশ রিমান্ডের দাবি জানিয়েছে। পুলিশের আবেদন মেনে বিচারক আপাতত সাতদিনের পুলিশ রিমান্ডের ঘোষণা করেন।
আরও পড়ুন : সোনার দুল চুরি করতে গিয়ে মহিলার কান কাটল দুষ্কৃতীরা!