কোচবিহার: কোচবিহার থেকে ৪০ জন বহিরাগতকে গ্রেপ্তার করল কোতোয়ালি থানার পুলিশ। জানা গিয়েছে, ভোটের আগেরদিন অর্থাৎ শনিবার রাতে বহিরাগতদের আনাগোনা বেড়েছিল কোচবিহার শহরে। অভিযান চালিয়ে তাদের তোর্ষার বাঁধের রাস্তা ও গুড়িয়াহাটি ১, ২ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের অধিকাংশের বাড়ি তুফানগঞ্জের ধলপল এলাকায় ও বেশ কয়েকজন কোচবিহার ১ ব্লকের চান্দামারির বাসিন্দা। তবে তারা কী কারণে কোচবিহারে জমায়েত করেছিলেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনে অশান্তি সৃষ্টি তাদের উদ্দেশ্য ছিল। তবে কাদের মদতে তারা জমায়েত করেছিল তা এখনও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, রবিবার সকাল থেকেই কোচবিহার শহরের পাঁচটি পুরসভায় ভোট শুরু হয়েছে। ইতিমধ্যেই কোচবিহার ও তুফানগঞ্জে বিক্ষিপ্তভাবে কিছু অশান্তির খবর মিলেছে। পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত চালানো হচ্ছে।
আরও পড়ুন: এজেন্টের ব্যাচে প্রার্থীর নাম, বচসা কোচবিহারের বুথে