শিবশঙ্কর সূত্রধর, কোচবিহার: নতুন করে কোচবিহার জেলায় আরও ৪১ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলল। সোমবার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সংক্রামিতদের মধ্যে ১৯ জনই রয়েছেন মাথাভাঙ্গা মহকুমার বাসিন্দা। বাকিদের ১৫ জন কোচবিহার সদর, ছ’জন তুফানগঞ্জ ও একজন দিনহাটার বাসিন্দা।
কোচবিহার জেলায় কিছুতেই করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। প্রতিদিনই বহু সংখ্যক মানুষের করোনা পজিটিভ ধরা পড়ছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত জেলায় ১২৬২ জনের করোনা পজিটিভ এসেছে। তার মধ্যে ৯৪৪ জন সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে জেলায় অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩১৮ জন। কনটেনমেন্ট জোন রয়েছে ১৯৩টি। তবে সেই সংখ্যা আরও বাড়ানো হবে।