গঙ্গারামপুর, ৩ মার্চঃ লরির সঙ্গে যাত্রী বোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় আহত হয়েছেন ৪৪ জন। মঙ্গলবার ঘটনাটি ঘটে গঙ্গারামপুর ব্লকের ফুলবাড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রী বোঝাই পিকআপ ভ্যানটি বালুরঘাট থেকে গঙ্গারামপুরে আসছিল। ফুলবাড়ি এলাকায় একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির। ঘটনায় আহতদের গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।
এদিন বিকেলে হাসপাতালে আহতদের দেখতে যান জেলাশাসক নিখিল নির্মল, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, সহ সভাধিপতি ললিতা টিগ্গা, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা।