রায়গঞ্জ: জুয়ার আসর থেকে এক মহিলা সহ পনেরোজনকে আটক করল রায়গঞ্জ থানার পুলিশ। তাদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করে রায়গঞ্জ জেলা আদালতে পাঠিয়ে বাকি দশজনকে ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়। ধৃতরা হল প্রদীপ বর্মন, দিনবন্ধু বর্মন, নিতাই বর্মন, রমেশ বর্মন এবং বাচ্চু মণ্ডল। এদের মধ্যে বাচ্চু মণ্ডলের বাড়ি মালদায় এবং বাকিদের রায়গঞ্জ থানার রূপাহার এলাকায়। রায়গঞ্জ শহর সংলগ্ন রূপাহার এলাকার একটি জুয়ার আসর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন : নাটকের মাধ্যমে সচেতনতা বাড়িয়ে নাবালিকার বিয়ে রুখতে উদ্যোগী বুদ্ধিজীবীরা