ফাঁসিদেওয়া: হাপতিয়াগছ এলাকা থেকে ৩ জন বাংলাদেশি সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করল ফাঁসিদেওয়া (Phansidewa) থানার পুলিশ। ধৃত মহম্মদ বিপ্লব হোসেন (১৯), মহম্মদ আবু বক্কর সিদ্দিকী (১৯), মহম্মদ সিয়াম (১৮) বাংলাদেশ তেতুলিয়া এবং মহম্মদ মুসলিম (৩৫), মহম্মদ নঈম (৩৩) চটহাটের বাসিন্দা।
সোমবার রাতে হাপতিয়াগছ থেকে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। পুলিশের অনুমান, ধৃতরা গোরু পাচারের ছক কষেছিল। চারচাকা গাড়ি নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। ঘটনায় আরও ৩ জন বাংলাদেশি পালিয়ে যায়। যদিও, বাকিরা ধরা পড়েছে।
গোরু পাচারের (Cattle Smuglling) জন্যই বাংলাদেশি কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন ধৃতদের পুলিশ হেপাজতের আর্জি জানিয়ে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। এই ঘটনায় কারা মদত দিয়েছে জানতে তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন: Phansidewa | দুর্ঘটনার পরই জাতীয় সড়কের কাট আউট বন্ধ করল পুলিশ