হলদিবাড়ি: পুলিশ ও বিএসএফের যৌথ অভিযানে ধৃত পাঁচ বাংলাদেশি নাগরিক। দক্ষিণ বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গর্তেশ্বরী মন্দির সংলগ্ন এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ(Manikganj) আউট পোস্টের পুলিশ ও পাঠানপাড়া বিওপির বিএসএফ জওয়ানরা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেপ্তার করে। ধৃতরা হল রুবেল খান, সাদেক আলি, সাদ্দাম হোসেন, নাইয়েম আলি ও মহম্মদ মুক্তার ইসলাম। প্রত্যেকের বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে ছয়টি মোবাইল সহ ভারতীয় ১১০০ টাকা ও বাংলাদেশি ২৬১১ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, ভারতে শ্রমিকের কাজ করত তারা। বাড়ি ফেরার পথে বিপত্তিতে পড়েন তারা। শুক্রবার সকালে ধৃতদের জলপাইগুড়ি কোতোয়ালি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জন্মদিনের পার্টিতে অঘটন, শ্লীলতাহানির শিকার দুই শিশু
ডিজিটাল ডেস্কঃ বর্তমানে শিশুরাও সুরক্ষিত নয়। লালসার হাত তাঁদের দিকে যখন তখন ধেয়ে আসে। এরকমই একটি ঘটনা ঘটল পূর্ব দিল্লির...
Read more