বক্সিরহাট: গাঁজা পাচারের অভিযোগে তিন মহিলা সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করল কোচবিহারের (Coochbehar) বক্সিরহাট থানার পুলিশ। একটি টোটোও আটক করা হয়েছে। অসম-বাংলা সীমানার জোড়াইমোড় নাকা চেকিং পয়েন্টে তাদের ধরে ফেলে পুলিশ।
জানা গিয়েছে, টোটোটি অসমের দিক থেকে আসছিল। সেই সময় টোটোটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে যাত্রীদের কাছ থেকে ৫১ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। তিন মহিলা, চালক সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানায়, ওই পাঁচজনই অসমের বাসিন্দা। অসমের রঙ্গিয়া থেকে গাঁজাগুলি আনা হয়েছিল। তা মুর্শিদাবাদে পাচার করার পরিকল্পনা ছিল।
আরও পড়ুন: Coochbehar | অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে চলছে শিশুদের পড়াশোনা