প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিমের (Journalist Welfare Scheme) অধীন প্রয়াত ৩৫ জন সাংবাদিকের পরিবারকে বিশেষ সাহায্য বরাদ্দ করার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার (Central Govt)। অনুরাগ সিং ঠাকুরের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের তরফে সম্প্রতি এক বিশেষ বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্রের অধীন ‘জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিমের’ কমিটি মারফৎ দেওয়া প্রস্তাব এদিন মঞ্জুর করেছে কেন্দ্র।
এর ফলে, নানা প্রতিকূল অবস্থায় কর্মরত থাকাকালীন মৃত্যু হওয়া ৩৫ জন সাংবাদিকের পরিবারকে মাথা পিছু ৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে। এর মধ্যে ১৬ জন সাংবাদিকের মৃত্যু হয় কোভিডে। এছাড়াও, কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে চিরতরে শারীরিক রূপে অথর্ব হওয়া ২ সাংবাদিক ও কঠিন ব্যাধিতে আক্রান্ত ৫ সাংবাদিকের জরুরি চিকিৎসার জন্য সরকার মাথাপিছু ৫ লক্ষ টাকা বরাদ্দ করার ঘোষণা করেছে। এই মর্মে কেন্দ্রের সঙ্গে বৈঠকে কমিটির তরফে সাংবাদিক দের বিশেষ সাহায্য হেতু সার্বিক ১.৮১ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাবে মঞ্জুর করে কেন্দ্র।
প্রসঙ্গত, কোভিড (Covid) পরবর্তী সময়ে বিশেষ করে ‘ফ্রন্ট লাইন’ কর্মী হিসেবে স্বীকৃত ও ‘লাইন অফ ডিউটিতে’ মৃত সাংবাদিকদের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ‘জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম’ চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। অতিমারির সময় কর্তব্যপালনে অনড় সাংবাদিক দের একটি বৃহৎ অংশ কোভিডে আক্রান্ত হন ও দুর্ভাগ্যবশত তার অনেকেই প্রাণ হারান। সেসব সাংবাদিকদের পরিবারের প্রতি সহমর্মিতার হাত বাড়াতে উদ্যোগী হয়েছে মোদি সরকার। গতবছর ১৩৪ জন সাংবাদিকের পরিবার প্রকল্পের অধীন প্রায় ৬.৪৫ কোটি টাকার আর্থিক সাহায্য পেয়েছে। এর মধ্যে ১২৩ জন প্রাণ হারিয়েছেন কোভিডের আবহে। গত বছর ও চলতি অর্থ বছরে মোট ১৩৯ সাংবাদিকদের পরিবার এই প্রকল্পে বরাদ্দ পেলেন।
আরও পড়ুন : লালুপ্রসাদ যাদবের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি