পতিরাম: মঙ্গলবার দুপুরে বেআইনি মদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালাল পতিরাম (Patiram) থানার পুলিশ। পুলিশ আধিকারিক থেকে শুরু করে মহিলা পুলিশ, সিভিক ভলান্টিয়ার মিলিয়ে বিরাট একটি দল পতিরাম থানার অধীন মোট চারটি জায়গায় অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালায়। যে সমস্ত জায়গায় এদিনের অভিযান চলে সেগুলি হল ঠাকুরপুরা চাতাল, খাঁপুর হাইস্কুলপাড়া, পাইকপাড়া মোড়, নাজিরপুর পালপাড়া ইত্যাদি। এদিনের অভিযানে মোট চারটি জায়গায় অবৈধ মদ তৈরির সরঞ্জাম ভেঙে গুঁড়িয়ে দেয় পুলিশ। অভিযানে পুলিশ সর্ষের তেলের টিনে থাকা অবৈধ চোলাই একের পর এক ঠেক থেকে নিয়ে এসে বাইরে মাটিতে ফেলে নষ্ট করে দেয়। চারটি জায়গা থেকে কমপক্ষে ৫০০ লিটার চোলাই মাটিতে ফেলে নষ্ট করা হয়েছে বলে পতিরাম পুলিশের পক্ষে এদিন জানানো হয়েছে। এই ধরনের অভিযান লাগাতার চলবে বলে পতিরাম থানার ওসি সৎকার স্যাংবো জানিয়েছেন।
আরও পড়ুন: Gangarampur | সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু বিএসএফের সাইকেল র্যালি