পোর্টাল ডেস্ক: পশ্চিমি নিষেধাজ্ঞার জেরে ইতিমধ্যেই চাপে রাশিয়া। এই পরিস্থিতিতে আমেরিকা সহ পশ্চিমি দেশগুলোকে সতর্ক করল রাশিয়া। মস্কো জানিয়েছে, রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা না তুলে নিলে চরম ক্ষতি হতে পারে বিশ্বের। রক্ষণাবেক্ষণের অভাবে ৫০০ টন ওজনের কাঠামো সহ ভূখন্ডে বা সমুদ্রে ভেঙে পড়তে পারে আন্তর্জাতিক স্পেশ স্টেশন (ISS)।
ইউক্রেনকে(Ukraine) আক্রমণ করার পর থেকেই রাশিয়ার উপর একের পর এক শনিবার নিষেধাজ্ঞা চাপিয়েছে আমেরিকা সহ পশ্চিমি দেশগুলো। এই মূহুর্তে রাশিয়াকে আর্থিকভাবে আরও ধাক্কা দেওয়ার জন্য জি-৭ গোষ্ঠী ও ইউরোপীয়ান ইউনিয়নের নেতাদের সঙ্গেও কথা বলেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। ফলে আরও বেশি পরিমানে নিষেধাজ্ঞা তাদের উপর চাপতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া।
এরপরই রুশ মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রধান দিমিত্রিয় রোগোজিন জানিয়ে দেন, আর্থিক নিষেধাজ্ঞা রাশিয়ার মহাকাশ গবেষণায় প্রভাব ফেলবে। মহাকাশ গবেষণা(Space research) কেন্দ্রের রক্ষণাবেক্ষণে এর সরাসরি প্রভাব পড়বে। যার জেরে যে কোনও সময় ভেঙে পড়তে পারে স্পেস স্টেশনের রাশিয়ার একাংশ। এই তাই রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা চাপানোর আগে পশ্চিমী দেশগুলির ভেবে দেখা উচিত বলে পরামর্শ দিয়েছেন তিনি। স্পেস স্টেশনের কক্ষপথ ঠিক রাখার কাজ করে রাশিয়ার অংশ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি আমেরিকার সঙ্গে যৌথভাবেই ব্যবহার করেন রুশ মহাকাশচারীরা। তবে সাম্প্রতিক যুদ্ধের আবহে সেই সহযোগিতায় পরিবেশ বদলে গিয়েছে। তবে এই প্রথম নয় যে আন্তর্জাতিক স্পেস স্টেশন ভেঙে পড়া নিয়ে সতর্ক করেছে রাশিয়া। ফেব্রুয়ারিতেও রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারি হতেই একই সতর্কবার্তা জারি করেছিল রাশিয়া।