চালসা: সঙ্গী ১০০ সিসির বাইক। এই নিয়ে হিমালয় রক্ষার বার্তা দিতে বেরিয়ে পড়লেন ৫৭ বছরের প্রৌঢ় শংকর বন্দ্যোপাধ্যায়। গত ২০ অগাস্ট হাওড়ার বাসিন্দা শংকরবাবু ডুয়ার্সের গরুমারার উদ্দেশে বের হন। গরুমারা থেকেই তাঁর হিমালয় রক্ষার বার্তা নিয়ে বেরিয়ে পড়া। লাদাখ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ(Arunachal Pradesh) সমস্ত এলাকা ঘুরে বেরিয়েছেন এই বাইককে সঙ্গী করে। সম্পূর্ণ যাত্রাপথ তিনি সম্পন্ন করেছেন একাই। সভ্যতার অগ্রগতির সঙ্গে একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে প্রকৃতি। সবুজ ধ্বংস, অপরিকল্পিত নগরায়ন এইসব কিছুই ধ্বংস করছে হিমালয়কে। কাজেই এলাকার মানুষকে সচেতন করতেই তাঁর এই বাইক সফর। তিনি পাড়ি দিয়েছেন গিরিপথ ওংলিংলা, খারদুংলায়। বিভিন্ন পাহাড়ি এলাকার প্রত্যন্ত গ্রামের মানুষের সঙ্গে কথা বলেছেন। ডুয়ার্সের গরুমারা থেকে শুরু করে সমস্ত হিমালয় অঞ্চল ঘুরে নেপাল হয়ে ফের গরুমারায় এসে তিনি তার এই সফর সম্পন্ন করলেন। বৃহস্পতিবার রাতে গরুমারা টুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তজমল হক ও মূর্তি জিপসি অনার্স অ্যাসোসিয়েশনের পরিচালক মজিদুল আলম তাঁকে সংবর্ধনা দেন। শংকরবাবুর বার্তা, দেশ ঘোরার আগে বাংলাকে একবার ভালো করে ঘুরে দেখুন সবাই। বিশেষ করে ডুয়ার্সে একবার ভালো করে ঘুরে দেখার কথা বলেছেন তিনি।
যক্ষ্মামুক্ত জেলা গড়তে থিম সং তৈরি জলপাইগুড়িতে
নাগরাকাটা: যক্ষ্মামুক্ত জেলা গড়তে এবার হাতিয়ার সুর-তালের মূর্চ্ছনাও। এজন্য একটি থিম সং তৈরি করে ফেলেছে জলপাইগুড়ি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায়...
Read more