উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চিন, দক্ষিণ কোরিয়া সহ কয়েকটি দেশে ইতিমধ্যেই রয়েছে ফাইভ-জি পরিষেবা। তবে এই তালিকায় দ্রুতই নাম উঠতে চলেছে ভারতের। বুধবার, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা অবশেষে ফাইভ-জি স্পেকট্রাম নিলামের অনুমোদন দিয়েছে। মন্ত্রিসভা আরও আশ্বাস দিয়েছে যে প্রায় ১০ গুন বেশি ইন্টারনেট স্পিড প্রদান করবে এই ফাইভ-জি পরিষেবা। ২০ বছরের মেয়াদে মোট ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম ২০২২ সালের জুলাইয়ের শেষ নাগাদ নিলামে তোলা হবে। স্পেকট্রামের জন্য অর্থপ্রদান ২০টি সমান বার্ষিক কিস্তিতে করা যেতে পারে, যা প্রতি বছরের শুরুতে অগ্রিম প্রদান করতে হবে।
আরও পড়ুন : এবারকী নিরাময়ের পথে এইডস? দিশা দেখাচ্ছেন ইসরায়েলের গবেষকরা