খড়িবাড়ি: মোষ পাচারের অভিযোগে কেন্দ্রীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে ধরা পড়ল এক কনস্টেবল সহ ছয়জন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বাংলা-বিহার সীমান্তের, দার্জিলিং জেলার খড়িবাড়ি (Khoribari) থানার বাঞ্চাভিটা এলাকায়। গতকাল গভীর রাতে এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের ভাটগাঁও এবং রামধানজোত হেডকোয়ার্টারের জওয়ানদের যৌথ অভিযানে ওই এলাকায় একটি বড় ট্রাক আটক করা হয়। ট্রাকটি ৩২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে বিহার থেকে খড়িবাড়ির দিকে যাচ্ছিল। ট্রাকে তল্লাশি চালিয়ে এসএসবি ৩২টি মোষ উদ্ধার করে। মোষগুলির কোনও বৈধ কাগজপত্র না থাকায় ট্রাকের ভেতরে থাকা ৬ জন পাচারকারীকে মোষ পাচারের অভিযোগে আটক করে এসএসবি। ধৃতদের নাম মহম্মদ তাহির, মহম্মদ খুশিদ আলম, পাপ্পু কুমার, মিন্টু কুমার, মহম্মদ রফিকুল ইসলাম ও ফণী রায়। এরপর ধৃতদের এসএসবি ক্যাম্পে নিয়ে দিনভর জিজ্ঞাসাবাদ চালায় এসএসবি। জিজ্ঞাসাবাদে এসএসবি জানতে পারে, ধৃত ফণী রায় নকশালবাড়ি থানার কনস্টেবল পদে কর্মরত, বাড়ি আলিপুরদুয়ারে। রফিকুলের বাড়ি অসমে এবং বাকি অভিযুক্তদের বাড়ি বিহারে।
বুধবার রাতে এসএসবি অভিযুক্তদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। এসএসবির তরফে অভিযুক্ত পুলিশ কনস্টেবল সহ ৬ পাচারকারীর বিরুদ্ধে খড়িবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরই খড়িবাড়ি পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। এসএসবির অভিযোগের ভিত্তিতে দার্জিলিং পুলিশ অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করে। বৃহস্পতিবার খড়িবাড়ি পুলিশ অভিযুক্ত পুলিশ কনস্টেবলসহ ৬ জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে। উদ্ধার হওয়া মোষগুলি খড়িবাড়ির একটি খোঁয়ারে রাখা হয়েছে। তবে পুলিশকর্মী গ্রেপ্তার হওয়ার ঘটনায় জেলা পুলিশ আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।