পারডুবি: ট্রাক-অটো সংঘর্ষে জখম হলেন ৬ জন। সোমবার রাতে মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি গ্রাম পঞ্চায়েতের নিউ মাথাভাঙ্গা হাইস্কুলের সামনে রাজ্য সড়কে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অটোটি বড়াইবাড়ির দিকে যাচ্ছিল। আর ট্রাকটি উলটো দিক থেকে আসছিল। সেই সময় নিউ মাথাভাঙ্গা হাইস্কুলের সামনে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোতে ধাক্কা মারে। এতে অটোটি রাস্তার পাশে উলটে পড়ে। ঘটনায় সেটির ৬ জন যাত্রী জখম হন। তাঁদের মধ্যে ৪ জন মহিলা ও ২ জন পুরুষ। স্থানীয়রা জখমদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য হিন্দুস্থান মোড় সংলগ্ন এলাকায় নিয়ে যান। পরে তাঁদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বাংলাদেশে ভুট্টা রপ্তানি বন্ধ, ক্ষতির আশঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা
চ্যাংরাবান্ধা: একদিকে বাংলাদেশে দাম কমে গিয়েছে ভুট্টার। তার ওপর ওই দেশে ডলারের মূল্যবৃদ্ধি। এই অবস্থায় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে...
Read more