হরিশ্চন্দ্রপুর: জমির ভাগ নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ। এর জেরে জখম হয়েছেন দু’পক্ষের মোট ছয়জন। ঘটনাটি ঘটেছে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুর-১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর গ্রামে। গুরুতরভাবে জখম হয়েছেন আলাউদ্দিন (৬০), তাঁর স্ত্রী রবিনা বিবি (৫০) ও ছেলে রবিজুল ইসলাম (২৮) এবং পুত্রবধূ সাইদা খাতুন (২৩)। অপরদিকে, জখম হয়েছেন আফাজুদ্দিনের দুই ছেলে আকাশ আলি (২৫) ও আজিম আলি (২২)। আলাউদ্দিনের স্ত্রী ও তাঁর পুত্রবধূর আশঙ্কাজনক অবস্থা। দু’জনকে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। দু’পক্ষের তরফে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।
জখম রবিজুল ইসলাম জানান, রামপুর মাঠে দাদুর সম্পত্তি মাপজোখ হচ্ছিল। তাঁর কাকা আফাজুদ্দিন আগে থেকেই রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করছিলেন। তবে এদিন আমিন মাপজোখ করে দু’টি অংশে ভাগ করে দিলেও তাঁর কাকা রাস্তার ধারে বেশি অংশ পেয়ে যান। পুনরায় মাপজোখের দাবি জানিয়ে জমির আলে দেওয়া বাঁশের খুঁটি তুলতে গেলে তাঁর কাকা ও তার দুই ছেলে শাবল, কোদাল দিয়ে তাঁদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
এদিকে, আফাজুদ্দিন জানান, তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে রাস্তার ধারের অংশটি দখল করে চাষাবাদ করে আসছেন। এখন তাঁরা সেই অংশে ভাগ নেওয়ার জন্য এই ধরনের ঝামেলা করা হচ্ছে। এর আগে গ্রামে বসে সমস্যার সমাধান করে দিয়েছিলেন এলাকার মাতব্বররা। এখন তাঁরা সেটা মানতে অস্বীকার করছেন। এ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ
আরও পড়ুন : ‘তালিকা থেকে ১২৬ জনের নাম বাদ কেন?’ পরিদর্শনে গিয়ে বিডিওকে ফোন সাংসদের