লখনউ: ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে মৃত্যু হল ৬ জনের। গুরুতর জখম কমপক্ষে ১৫ জন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) বাহরাইচে। পুলিশ সূত্রে খবর, দ্রুতগতিতে আসা একটি ট্রাক বাসটিতে ধাক্কা মারে। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। জখমদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ডিএম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে পৌঁছোনোর নির্দেশ দেন। জখমদের যথাযথ চিকিৎসারও নির্দেশ দিয়েছেন তিনি।