কাবুল: কাবুলের স্কুলে পরপর বিস্ফোরণে মৃত্যু হল ৬ জনের। আহত হয়েছেন ১১ জন। আফগানিস্তানের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত আব্দুল রহিম শহিদ উচ্চবিদ্যালয়ে মঙ্গলবার ৩টি বিস্ফোরণ হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কোনও জঙ্গি সংগঠন এখনও হামলার দায় স্বীকার করেনি। জানা গিয়েছে, আশেপাশের অনেক বাসিন্দাই শিয়া হাজারা সম্প্রদায়ের, তাঁরা সংখ্যালঘু। এলাকায় প্রায়ই ইসলামিক স্টেট সহ বিভিন্ন সুন্নি সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালায়। এদিন সকালে পড়ুয়ারা যখন ক্লাস থেকে বের হচ্ছিল, সেই সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ব্রিটেনের একটি সংবাদ মাধ্যমের দাবি, কাবুলে ওই স্কুলের বাইরে জোড়া আত্মঘাতী বোমা বিস্ফোরণ সহ মোট ৩টি বিস্ফোরণ হয়েছে। এতে ছয়জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : কাবুলের স্কুলে পরপর বিস্ফোরণ, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা