ওয়াশিংটন: চিন থেকে আমদানি হওয়া মারণ করোনা ভাইরাসে রীতিমতো বিপর্যস্ত মার্কিন মুলুক৷ এই ভাইরাসে সাধারণ মানুষের সঙ্গে মার্কিন কংগ্রেসের ৬জন সদস্য আক্রান্ত বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে৷ এছাড়াও ৩০ জন কংগ্রেস সদস্য স্বেচ্ছায় কোয়ারেন্টিনে চলে গিয়েছেন। তাদের মাধ্যমে যাতে কোনওভাবেই করোনাভাইরাস ছড়াতে না পারে সেজন্য তারা নিজেরাই এই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন।
ইতিমধ্যেই আমেরিকায় করোনাভাইরাসের মহামারী ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়েছে। দেশে এখনও পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ মারা গিয়েছে এবং একলক্ষ ৬৩ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংবাদমাধ্যম সুত্রে খবর৷
চিন থেকে বয়ে আসা এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সরকার ইতিমধ্যে ২.২ ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক সহায়তা বরাদ্দ করেছে৷ পাশাপাশি বিষয়টি কংগ্রেসে আইন আকারে পাস করা হয়েছে। ফলে ক্যাপিটলহিলে কংগ্রেসে বসার জন্য আর কোনও সদস্যকে আগামী ২০ এপ্রিলের আগে ওয়াশিংটনে ফিরতে হবে না। ২.২ ট্রিলিয়ন ডলার অর্থ সহায়তা বিল পাস করার জন্য গত শুক্রবার ২৩০ জন প্রতিনিধি পরিষদ সদস্য ওয়াশিংটনে জড়ো হয়েছিলেন।
সারাবিশ্বে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ লক্ষ ৬৬ হাজার ৪১ জন। মৃতের সংখ্যা সাইত্রিশ হাজারেরও বেশি। এদিকে ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। আক্রান্তের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে।