ফালাকাটা: ফালাকাটায় নতুন করে করোনা সংক্রামিত হলেন ৬ জন।
শনিবার স্বাস্থ্য দপ্তর আলিপুরদুয়ার জেলার যে ৪৬ জন করোনা পজিটিভের তালিকা প্রকাশ করেছে তাতে ফালাকাটার ওই ৬ জন রয়েছেন। সংক্রামিতদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা। এদের মধ্যে ৩ জন দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের হরিনাপুরপুর প্রাথমিক বিদ্যালয় কোয়ারান্টিন, ২ জন জটেশ্বর কোয়ারান্টিন ও বাকি ১ জন ধনীরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের বেগম রাবেয়া খাতুন কোয়ারান্টিনে ছিলেন৷
- Advertisement -
আরও পড়ুন: আলিপুরদুয়ারে নতুন করে করোনা আক্রান্ত ৪৬
সংক্রামিতরা সকলেই পরিযায়ী ও মহারাষ্ট্র ফেরত। ৬ জনের মধ্যে ৫ জন ফালাকাটার খগেনহাটের বাসিন্দা।বাকি ১ জনের বাড়ি বাগানবাড়ি এলাকায়৷ তাঁদের সবাইকেই তপসিখাতা কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে বলে ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে৷