ওয়াশিংটন: আমেরিকায় (America)হেলিকপ্টার দুর্ঘটনায়(Helicopter Crash) মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার সন্ধ্যায় ওয়েস্ট ভার্জিনিয়ায় ঘটনাটি ঘটেছে। লোগান কাউন্টিতে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি ভিয়েতনাম যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের দেওয়া তথ্য অনুসারে, কপ্টারটি ১৯৬২ সালে তৈরি। সেটি একটি বেল ইউএইচ-১বি হেলিকপ্টার। জানা গিয়েছে, ৭ম বার্ষিক হুয়ে পুনর্মিলন উৎসব উপলক্ষ্যে ঐতিহাসিক কপ্টারটি উড়ানো হয়েছিল। বুধবার হেলিকপ্টার শো চলাকালীন দুর্ঘটনাটি ঘটে। পাইলট লাইসেন্স ছাড়াই অতিথিদের সেটি উড়াতে দেওয়া হয়েছিল বলে দাবি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুর্ঘটনায় কপ্টারে থাকা ছয়জনই নিহত হয়েছেন। তবে তাঁদের নাম এখনও প্রকাশ করা হয়নি। ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ভিয়েতনাম-যুগের ওই হেলিকপ্টার হলিউড ফিল্মেও ব্যবহৃত হয়েছিল। বেওয়াচ, ডাই হার্ড এবং আউটব্রেক সহ বিভিন্ন চলচ্চিত্রে প্রদর্শিত হয়েছে সেটি।
জি-সেভেন বৈঠকের আগে নরেন্দ্র মোদিকে উষ্ণ অভ্যর্থনা আমেরিকার প্রেসিডেন্টের
ডিজিটাল ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi) এই মুহূর্তে জার্মানিতে। তিনি জি-সেভেন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছেন। কার্যত এই সম্মেলনে...
Read more