শীতলকুচি: করোনার টিকা নিতে গিয়ে অসুস্থ ছয় ছাত্রী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শীতলকুচি ব্লকের বড় মরিচা দেলোয়ার হোসেন হাই স্কুলে। তড়িঘড়ি তাদের শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবশ্য় সকলেই সুস্থ রয়েছে বলে দাবি চিকিৎসকদের। যদিও এক ছাত্রীর অভিভাবকের কথায়, টিকা নিয়েই তাঁর মেয়ে অসুস্থ হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পাশাপাশি ভয়েই অসুস্থ হয়ে পড়েছিল করোনার টিকা নেওয়ার ফলে ছাত্রীরা অসুস্থ হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবীপ্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, টিকা নেওয়ার জন্য ছাত্রীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিল। কয়েকজন ছাত্রীর শরীরিকভাবে দুর্বল থাকায় অসুস্থ হয়ে পড়ে। অন্যদিকে, শীতলকুচির বিএমওএইচ ডাঃ শাম্ব অধিকারী জানান, করোনা টিকা নেওয়ার ফলে যে ধরনের উপসর্গ হয় তা ছাত্রীদের মধ্যে দেখা যায়নি। প্রত্যেক ছাত্রীই সুস্থ রয়েছে। তবে ছাত্রীদের স্বাস্থ্যের ওপর আগামী ৪৮ ঘণ্টা নজর রাখা হবে।