মালবাজার: সম্প্রতি ভালুক নিয়ে ঘটনাক্রম বেড়েই চলেছে। মেটেলি চা বাগান এলাকায় ভালুক-মানুষ সংঘাতের ঘটনাও ঘটেছে। কিছু ক্ষেত্রে গুজব, আতঙ্ক বেড়েছে। সার্বিক ঘটনাক্রম নিয়ে জনসচেতনতা বাড়াতে রবিবার সাইকেল যাত্রা হল। মাল শহরে পরিবেশপ্রেমী সংগঠন মাউন্টেন ট্রেকাস ফাউন্ডেশন এবং ডুয়ার্স অন হুইলস সংগঠনগুলির উদ্যোগে সাইকেল যাত্রা হয়েছে। ৬০ কিলোমিটার সাইকেল যাত্রার মাধ্যমে ভালুক নিয়ে সচেতনতামূলক প্রচার করা হয়। প্রচারে পোস্টার তুলে ধরার পাশাপাশি লিফলেট বিলি করা হয়।
মাল শহরের পরিবেশপ্রেমী সংগঠন মাউন্টেন ট্রেকাস ফাউন্ডেশনের স্বরূপ মিত্র বলেন, ‘বর্তমানে ডুয়ার্সে ভালুক কেন্দ্রিক ঘটনা বেড়েছে। এ ধরনের ঘটনাগুলি ডুয়ার্সের ইতিহাসে পূর্বে কখনও ঘটেনি। মাল শহর থেকে শুরু করে গুড হোপ চা বাগান, ডামডিম, ওদলাবাড়ি, গজলডোবা, কাঠামবাড়ি ইত্যাদি এলাকায় সচেতনতামূলক প্রচার করেছি।‘