উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আরও ৬৯ জন পুলিশকর্মীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্র পুলিশের ২৫ হাজার ৭০১ জন কর্মী সংক্রামিত হয়েছেন। তার মধ্যে ২৩ হাজার ৫২৫ জন পুলিশকর্মী করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। সেখানে ২৬৮ জন পুলিশকর্মীর মৃত্যু হয়েছে করোনায়। পুলিশের মধ্যে অ্যাক্টিভ কেস ১ হাজার ৯০৮টি।
69 police personnel tested positive for #COVID19 in the last 24 hours, taking total cases to 25,701 in the force, including 1,908 active cases, 23,525 recoveries, and 268 deaths till date: Maharashtra Police pic.twitter.com/DCTiRtl6Hl
— ANI (@ANI) October 19, 2020
অন্যদিকে, মহারাষ্ট্রে ১৫ লক্ষ ৯৫ হাজার ৩৮১ জন করোনায় সংক্রামিত হয়েছেন। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৬০ জন। সুস্থ হয়েছেন ১৩ লক্ষ ৬৯ হাজার ৮১০ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ হাজার ২০৪ জন। এখনও পর্যন্ত মহারাষ্ট্রে করোনার বলি হয়েছেন ৪২ হাজার ১১৫ জন। ২৪ ঘণ্টায় ১৫০ জনের মৃত্যু হয়েছে। উদ্ধব ঠাকরের রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ১ লক্ষ ৮৩ হাজার ৪৫৬টি।