আন্তর্জাতিকপ্রথম পাতাতীব্র ভূমিকম্পে কাঁপল এই দেশ, জারি সুনামি সতর্কতাBy Online Desk - March 20, 2021112প্রতীকীটোকিও: তীব্র ভূমিকম্পে কাঁপল জাপান। শনিবার উত্তর জাপানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। জানা গিয়েছে, এই কম্পনের জেরে সেখানে সুনামি পরিস্থিতি তৈরি হয়েছে। এক মিটার সুনামি হয়েছে। সে দেশে ইতিমধ্যেই সুনামি সতর্কতা জারি করা হয়েছে।