মালদা: গোপন সূত্রে খবর পেয়ে সাতজনের ডাকাত দলকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার রাতে গাবগাছি এলাকা থেকে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল সানি সরকার, ইন্দ্রজিৎ মণ্ডল, পবিত্র মণ্ডল, রাজ বাঁশফোড়, সুমিত সাহানি, রাজু জয়সওয়াল ও রিপন শেখ। ধৃতরা ইংরেজবাজার ও পুরাতন মালদার (Malda) বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের থেকে একটি হাঁসুয়া, একটি লোহার রড ও পাঁচটি চাকু বাজেয়াপ্ত করেছে ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ধৃতরা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল।
আরও পড়ুন : সিবিআই তদন্তের নির্দেশের পর থেকেই আত্মগোপন শিক্ষিকার, মুখে কুলুপ পরিবারের