বর্ধমান: বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় বর্ধমান শহরের ঘোড়দৌড়চটি এলাকা। দলের বিক্ষুব্ধ একটি গোষ্ঠীর তরফে বিজেপির পূর্ব বর্ধমান জেলা কার্যালয়ে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতরা মূলত বিজেপি ও আরএসএস-এর পুরোনো কর্মী। শুক্রবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।
এদিন আদালতে ঢোকার আগে বিজেপির বর্তমান জেলা নেতৃত্ব ও জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ধৃতরা জানান, জেলা বিজেপি এখন তৃণমূল টু’তে পরিণত হয়েছে। পুরোনো কর্মীরা ব্রাত্য। দেবজ্যোতি সিংহ রায় নামে পুরনো এক আরএসএস কর্মী বলেন, ‘আমরা আলোচনা করতে এসেছিলাম।আমাদের চারঘণ্টা আটকে রাখা হয়। শারীরিক নিগ্রহ করা হয়। আমরা কার্যালয়ে ভাঙচুর করিনি। আমাদের আটকে রাখায় ৫-৬টি বিধানসভা আসন থেকে আসা কর্মীরা ক্ষুব্ধ হন। পার্টি অফিস থেকে তাদের উপর ঢিল ছোঁড়া হয়।’