শিলিগুড়ি: এক কেজি ওজনের হাতির দাঁত সহ ৬ জনকে গ্রেপ্তার করল শিলিগুড়ি বৈকুন্ঠপুর ডিভিশনের শালুগাড়া রেঞ্জের বনকর্মীরা। রবিবার রাতে ওদলাবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হল গান্ডুপ লেপচা, ধ্যান বাহাদুর প্রধান, রহিত তামাং, দাওয়া শেরপা, গণেশ ছেত্রী এবং স্যামসন লেপচা। জানা গিয়েছে, তাদের মধ্যে একজন সেনাবাহিনীতে রয়েছে। ধৃতদের এদিন জলপাইগুড়ি মহকুমা আদালতে পাঠানো হচ্ছে।