ফরাক্কা, ৩০ নভেম্বরঃ বাস ও তেলের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই গাড়ির চালক সহ সাত জনের। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ফরাক্কার খয়রাবন্দি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫জন। তাঁদের উদ্ধার করে প্রথমে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং তারাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল এবং মালদা মেডিকেলে স্থানান্তরিত করা হয়। মৃতরা হলেন, বাস চালক সুকুমার দাস(৩৫)। বাড়ি বহরমপুরের রাধাঘাট এলাকায়। ট্যাংকার চালক সনু কুমার(৩০)। বাড়ি বিহারে। দীপিকা মোদক(২৪), পঙ্কজ কুমার সিংহ(৫২), আনিসুর রহমান(২৫), অরুপ ঘোষ(২৮), কমলা বেওয়া(৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি বেসরকারি বাস শিলিগুড়ি থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে অসমগামী একটি তেলের ট্যাংকার আসছিল।
ফরাক্কার এনটিপিসি মোড়ের কাছে বাস ও ট্যাংকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বাস ও ট্যাংকার চালকের মৃত্যু হয়।
জঙ্গিপুরের এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, এদিন সকালে ফরাক্কার কাছে শিলিগুড়ি থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাস এবং উলটো দিক থেকে আসা একটি তেলের ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাস ও ট্যাংকারের চালক সহ সাত জনের মৃত্যু হয়েছে। আহত ১৫জন বাসযাত্রী। তাঁদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।