নয়াদিল্লি: বুধবার ইউক্রেন থেকে পড়ুয়াদের নিয়ে দিল্লিতে ফিরবে সাতটি বিমান। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে এখনও পর্যন্ত ন’টি বিমান ভারতীয়দের নিয়ে দেশে ফিরেছে। আগামীকাল আরও সাতটি বিমান ফিরবে।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে ভারতীয়দের নিয়ে আগামীকাল সকাল ৭টা ২০ মিনিটে দিল্লিতে নামবে ইন্ডিগোর একটি বিমান। ওই বিমানে ২১৬ জন ফেরানো হচ্ছে। বুদাপেস্ট, রেজরোও, বুকারেস্ট থেকে আজ একের পর এক বিমান ভারতীয় পড়ুয়াদের নিয়ে রওনা দেবে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মোট সাতটি বিমান দেশে ফিরবে।
ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের দেশে ফেরাতে অপারেশন গঙ্গা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সেই অপারেশনের অংশ হিসেবেই আগামীকাল দিল্লিতে ফিরবে আরও সাতটি বিমান। যাত্রীবাহি বিমানের পাশাপাশি এদিন থেকে বায়ুসেনার একাধিক বিমানও উদ্ধারকাজে হাজির হয়েছে। অপারেশন গঙ্গা শুরু হওয়ার পর বায়ুসেনার একের পর এক বিমান পাঠিয়ে ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরানোর ব্যবস্থা করছে দিল্লি।
আরও পড়ুনঃ যুদ্ধে ভ্যাকিউম বোমা ব্যবহার করেছে রাশিয়া, দাবি ইউক্রেনের