লেহ: লাদাখে পাহাড়ের উপর থেকে নদীতে পড়ল সেনার গাড়ি। ঘটনায় প্রাণ হারালেন সাত সেনা জওয়ান। শুক্রবার পার্টাপুর থেকে হানিফে যাচ্ছিল সেনার গাড়িটি। সেখানে ২৬ জন সেনা কর্মী ছিলেন। সেই সময় টুরটুক সেক্টরে ৫০ থেকে ৬০ কিলোমিটার উপর থেকে শায়ক নদীতে পড়ে যায় গাড়িটি। ঘটনায় সাত সেনা জওয়ান প্রাণ হারিয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন : কিশনগঞ্জে ব্যক্তির মৃতদেহ উদ্ধার